আবৃত্তি
স্বৈরাচারী করছে দখল
_____গাজী আজাদ
শাসক দেখি নাশক ছড়ায়
পাঁঠা-বলি প্রাণটা হারায়
লুকিয়ে দেই উঁকি,
সত্য প্রকাশ সত্য কথা
রক্ত,লাশের হচ্ছে প্রথা
আসছে প্রাণের ঝুঁকি!
সঠিক কথা বলছে যারা
তাদের প্রতি দিশেহারা
মারছে পেটে ছুরি,
স্বৈরাচারী করছে দখল
সত্য-জীবন হচ্ছে নকল
অসহায়ে ঘুরি!
এই যদি হয় দেশের নীতি
স্বাধীনতার নাই-তো প্রীতি
বাঁচার আশা কোথায়?
অপরাধীর হয় না সাজা
তারাই বুঝি দেশের রাজা
রক্তে রাজ্য ভাসায়!
শান্তি কায়েম হবে তখন
অপরাধী ধরবে যখন
কেউ পাবে না ছাড়া,
স্বাধীন দেশের স্বাধীনতা
আসবে ফিরে হই একতা
অপরাধী তাড়া।
Comments
Post a Comment