এটা বানানোর দৃশ্য কি নিখুত
নিয়ম ভাঙ্গা যায়?
ফজলে রাব্বি
কদম্বরী, কি এমন ক্ষতি হতো?
যদি সব নিয়ম এর বেড়াজাল ভেঙে ,
যে যাকে চায় তাকে নিয়ে সুখে থাকতো ।
সুখের সামান্য অনুভূতির প্রভাবে,
দুঃখের এত বিস্তার কি অমানবিকতা নয়?
আবৃত্তি শুনুন
এতো এতো অপেক্ষার পর-
যেখানে সামান্য উপেক্ষা সহ্য করা কঠিন ।
সেখানে এতো এতো উপেক্ষা,অবহেলা আর অবজ্ঞার অবাধ বিচরণ।
যান্ত্রিক মানুষেরও একটা সময় পর দরকার -
অবিরাম ভালোবাসা প্রেম ।
আজ বিস্তর পথ, উচু পাহাড় , বিশাল সমুদ্রের মাজখানে পড়ে থাকা -
আমি এক পরগাছা মাত্র!
আমার কি ভালোবাসার প্রয়োজন হয় না স্বর্ণলতার মত?
এটা যখন সৌন্দর্য বৃদ্ধি করলো ততক্ষণই বাগানে শোভা পেলো।
কিন্তু ইহা যখনই সুদর্শন সুবাস হারালো,
তোমার স্বার্থপরতা বৃদ্ধি পেল ।
উপরে ফেলে দিলে পরগাছা হওয়াতে কষ্টে বুকে কম্পন হলো না?
তোমার অপেক্ষা আমায় কেনো উপেক্ষা, অবজ্ঞা, অবহেলা কেই উপহার দিলো ?
এতো কিছুর পরও তোমায় আজও ভালোবাসায় দুঃসাহস জাগে ।
যদি নিয়মের বেড়াজাল ভেঙে তুমি আমার কাছে আসো।
আমায় একটু ভালোবাসো।
Comments
Post a Comment