আবৃত্তি
চিঠি
_____সোমা
আমাদের দেখা হবে না কোনোদিন।
চাঁদের পিছন পিঠ থেকে খসে পড়বে একটুকরো ফুলডুংড়ি পাহাড়।
চিঠি চেয়েছিলাম মাত্র।
নিজস্ব পঙক্তি, আলোর অনভ্যাস, নিচু মুখ
সংগতি নেই এমন কয়েকটি কথা–
যে শব্দ তোমাকে বলবে, –চলো
যে শব্দ বারান্দার নরম আলো দেখবে–
চোখের বিপরীতে চোখের আবর্তমন্ডল টানবে
সন্দেহ, পীড়া, শীতল কষ্ট–
প্রতিষ্ঠা পাবে না যে ঠিকানায় সেখানে
গাছ লাগাব একখানি।
বনসাই–তারে বাঁধা স্ফীত বাড়
দুতিনটি শব্দ ছাড়া সব অতিরিক্ত
চিঠি – একমাত্র দাহ, ধ্বনি,
ইন্দ্রিয়সমান–
###########
সোমা'র আরও কবিতা পড়ুন:
Comments
Post a Comment