আবৃত্তি
বন্দি টিয়ে
- মাজু ইব্রাহীম
সংস্কৃতি খাইছো! শিল্প খাইছো
ভুই খাইছো জল না দিয়ে;
আমি যেন স্বাধীন পাখি-
তোমার খাঁচায় বন্দি টিয়ে।
স্বাস্থ্য খাইছো! বন-জঙ্গল খাইছো
চরিত্র খাওয়ার ধরছো জেদ;
তবু তোমার পা'দ্বয় চাটছি-
নইলে করো অঙ্গচ্ছেদ।
তবু কিছু জারজ আছে
ছুঁটে যায় ওদের কাছে;
পা না চাটলে জিভ ভারি হয়-
লটকাও ওদের গাছে।
জুটমিল খাইছো এথায় একটা
ওথায় গড়ছো চারখান;
একটা দেশ ধ্বংস করতে যা লাগে-
করছো তাহার আহবান।
শিক্ষা খাচ্ছো ধিরে ধিরে
ভিক্ষার থলে হাতে দিতে;
জোর গলায় হাঁকো আবার-
বাংলাদেশ আমার মিতে।
সংসার খাইছো সিরিয়াল দিয়ে
বৈশাখ খাইছো শোভাযাত্রায়;
বন্ধু নাকি শত্রু তুমি-
ভাবছি ভীষণ উচ্চ মাত্রায়।
সেদিন আর নয়কো দুরে!
বলে যাই ভরদুপুরে;
টয়লেট টিস্যুও কিনতে হবে-
ওদের কাছে বায়না করে।
Comments
Post a Comment