কবি পরিচিতি ঈদ-উল ফিতর ____মোঃ শরীফ উদ্দিন উল্লাসে আজ থমথমে ঘর সিয়াম সাধনায়, কাঁপে দিল মন কাঁপে থরথর কাঁপে পূর্ণতায়। উঁচু নিচু ------ বাঁধ ভাঙিয়া ধনী গরীব সব, নামাজ পড়ে রোজা রেখে পুণ্য ভয়ে রব! ভুলে দ্বিধা দ্বন্দ্ব সংঘাত সকল অপবাদ, এক সারিতে পড়ছে নামাজ কাঁধে রেখে কাঁধ। গগণে আজ বাজছে মাদল কেনাকাটার বাঁয়, রমজানের ঐ ঈদ কাটাতে নতুন জামা গায়। আশপাশের দুখীদেরকে আমরা দেখি ভাই, দানখয়রাতের এই রামাদ্বান তাদের দেখে যাই। বাঁকা চাদের হাসির মতো হেসে ওই অধর, রোজা শেষে কাটায় যেন খুশীর ঈদুল ফিতর। _______________ ১/ধু ধু মরুভূমি। ২/মায়াবি রুপ। ৩/অগ্নিঝরা ফাল্গুন।