আবৃত্তি শুনতে ক্লিক করুন
বিদ্রোহী তোর সুখে জীবন
সৌরভ হাসন
আমি গুরু হীন কাজী নজরুলের শীর্ষ ,
আমি একায় উঠিয়াছি কাপিয়া পুরো বিশ্ব ।
বিশ্ব - ডুবান আসল তুফান উছলে উজান
ভৈরবীরদের গানে ভাসে আজ
আজ বজ্রকন্ঠে আকাশ পাতাল ছুয়ে
পুরো বিশ্বকে ভবঘুরে ,
হয়েছি বিমুখ প্রান্তরে
বিশ্ব জুড়ে উদার সুরে ,
গাইবো গান বিদ্রোহী সুরে ।
বিশ্বের কুরুক্ষেত্রগুলি ,
সুগন্ধি ফুলের চাষে ভরে তুলি ।
বিদ্রোহী সুরে আধামরা হয়ে পাষাণের রসে বাঁচি ,
মাটির শিকড় গেড়ে বেঁচে আছি ।
আছি জনতার দীপ্ত মিছিল ধরে ,
নবযুগ আসে রক্ত দিনের ভোরে ।
সেখানে বর্ষার মেঘ জাগে বলে আজ বিষণ্ন মেদুর
তবে আসবে সুধাময় সুরে ,
আজ আম্রমকুলসৌগন্ধে
নব - পল্লবমর্মরছন্দে
চন্দ্রকির নসুধাসিন্ঞিত আম্বরে ।
অশ্রসরস মহানন্দে
আমি বিদ্রোহীর পুলকিত কার পরশনে ,
গন্ধবিধুর সমীরণে ।
শান্তি -কপোত বারতা লইয়া আসে ,
প্লাবনে নুহের কিশতি ভাসে ।
ব্যথিয়ে উঠে নীপের বন
পুলক ভরা ফুলে ,
উছলি উঠে কলরোদন
নদীর কূলে কূলে ।
আজ গন্ধবিধুর সমীরণে
সন্ধানে ফিরি বনে বনে ।
নয়নে ঘুম নিলে কেড়ে ,
উঠেবসি শয়ন ছেড়ে ।
মেলে আঁখি চেয়ে থাকি
কোন জৎগতে আছি ,
আছি যেন শান্তি দিগন্তপ্লাবিত
বৌদ্র - স্বভাবের নিরিবিলি সবুজ প্রকৃতি ,
সকল ভুলে যতোই দিবারাত্রি ।
ঐ আকাশ পানে গাঁথি লোলিত ।
Comments
Post a Comment