মাংসাশী পুরুষ।
_____অরন্য হাসান দেলোয়ার।
বুকের গহীনে জমা কথাগুলো আজ সাঁজিয়ে রেখেছিলাম নাস্তার টেবিলে
তুমি অবহেলায় তা ছুঁড়ে ফেলেছিলে ডাস্টবিনে।
আমার ভালোলাগা বিষয়গুলো নীল খামে করে
তোমার অফিসে পাঠিয়েছিলাম,
যদি কাজের ফাঁকে একবার দেখে নিতে
সেই খাম সেই টেবিলেই পড়েছিলো অনেকগুলো দিন
ধরেও দেখা হয়নি ভুলে...
আমার তিল তিল করে গড়ে তোলা স্বপ্নগুলো
রাতের বিছানায় রেখেছিলাম তোমাকে দেখাবো বলে
সেই রাতে তুমি বাড়ি ফেরোনি...
পরে জেনেছিলাম তোমার সুন্দরী সেক্রেটারির
নির্জন বাসায় তারই বাহুডোরে ছিলে তুমি।
আমার যন্ত্রণা গুলো নিয়ে আজ আমি ফিরে যাচ্ছি
কোথায় ফিরবো?নারীর তো কোন ঘর নেই বাড়ি নেই
আমি চলে যাচ্ছি অজানা কোন এক ঠিকানায়
যেখানে কেউ আমাকে ঠকাবে না
আমার কথাগুলো ছুঁড়ে ফেলবে না
আমার স্বপ্নগুলো চুরমার করবে না
আমি আর কোন পুরুষেই আসক্ত হবো না।
আমি নারী এক পুরুষেই যখন কিছু হয়নি
তখন হাজার পুরুষেও হবে না...
কারন,সব পুরুষই নতুন মাংসের স্বাদ পেলে
পুরোনো বাসি মাংস ছুঁড়ে ফেলে দেয়।
©Aranna Hasan Delwar.
Comments
Post a Comment